ত্বকের যত্নে সাধারণ কিছু ভুল
দেয়ালে মিরর ! মিরর এ দেখছেন আপনি নিজেকে। আপনি সব সময় আপনার সৌন্দর্য নিয়ে চিন্তিত থাকেন। অনেক সময় আপনার অজান্তেই অনেকগুলো ভুল আপনি করে ফেলেন। সৌন্দর্য চর্চায় যে ভুল গুলো আপনি করছেন তা কখনো ভেবে দেখেছেন কি? এই ভুলগুলো আপনার সৌন্দর্য কমিয়ে দিতে পারে।
বিউটি প্রডাক্ট করা থেকে শুরু করে, ব্যবহার এর সময়, এমনকি ব্যবহারের পরও অনেক ভুল হয়ে যায়। আপনি সব সময় আপনার বেস্ট টি পেতে চান আপনার সৌন্দর্যের ক্ষেত্রে। কিন্তু বাস্তবতা হলো এই যে, তারপরও কিছু সাধারণ ভুল হয়ে যায় সৌন্দর্য চর্চার ক্ষেত্রে।
রূপচর্চায় যে ভুল গুলো হয়:
চুলে অতিরিক্ত ট্রিটমেন্ট বা অতিরিক্ত কন্ডিশনিং করা:
চুলে কন্ডিশনার ব্যবহার করার সময় লক্ষ্য রাখতে হবে যে কন্ডিশনার যেন চুলের গোড়া থেকে আগা এর দিকে প্রয়োগ করা হয়। অবশ্যই কন্ডিশনার Scalp এ ব্যবহার করা যাবে না। আমরা সচরাচর যে ভুলটা করে থাকি তাহলে অনেক সময় কন্ডিশনার Scalp এ ব্যবহার করে ফেলি। আপনার Scalp প্রাকৃতিকভাবেই পুষ্টি পেয়ে থাকে ন্যাচারাল অয়েল থেকে। অতিরিক্ত কন্ডিশনার ব্যবহার আপনার চুলকে ডাল করে দিতে পারে।
হাতে ফাউন্ডেশন ব্যবহার করে চেক করেন:
আপনি যখন কোন বিউটি প্রোডাক্ট কিনতে কোন দোকানে যান তখন তা চেক করে থাকেন। এ ব্যাপারে সেলসম্যান আপনাকে সাহায্য করে থাকে। আপনি মেকআপ অথবা অন্য যে প্রোডাক্ট কিনতে চান তা হাতের পেছনে ঘষে চেক করেন। আপনি এটা চেক করে নেন যে, কালার সিটি ঠিক আছে কিনা অথবা এই কালারটি আপনার স্কিনের সাথে ম্যাচ করে কিনা। আর এখানেই আপনি ভুলটি করে থাকেন। আপনার হাত আর আপনার মুখমন্ডল সমানভাবে সূর্যের এক্সপোজার এ যায় না এবং আপনার হাতেই স্কিন এবং মুখের স্কিনের ধরন এক রকম নয়। আপনার হাতে যেটি ভালো দেখাচ্ছে তা আপনার মুখের সাথে এডজাস্ট নাও করতে পারে।
তাহলে প্রোডাক্ট টি চেক করার উপায় কি? আপনি যেটা করতে পারেন তাহলো আপনার চিবুক এর একাংশে ঘষে পরখ করে নিতে পারেন। অনেক মেয়েই মেকআপ পছন্দ করার সময় তার ত্বকের যে টোন আছে তার থেকে হালকা বা অতিরিক্ত গাড় শেড বেছে নেন যা তাদের ন্যাচারাল বিউটি কে কমিয়ে দিতে পারে।
অনেক দিনের পুরনো মেকআপ ব্যবহার:
মেকআপ ব্যবহারের জন্য পাফ বা ব্রাশ একটি অপরিহার্য উপাদান। অনেকেই এই ভুলটি করে থাকেন যে, অনেক দিনের পুরনো মেকআপ ব্যবহার করেন এবং মেকআপ ব্রাশ পরিষ্কার না করেই তা ব্যবহার করেন। অনেক দিনের পুরনো মেকআপ ব্যবহারের ফলে এবং অপরিষ্কার ব্রাশ ব্যবহার করার ফলে আপনার ত্বকে ফুসকুড়ি, চুলকানি অথবা এলার্জি হতে পারে। দীর্ঘদিন না ব্যবহার করার ফলে অনেক সময় এতে ব্যাকটেরিয়া ও জন্মাতে পারে, যা আপনার স্কিন ডিজিজ সৃষ্টি করতে পারে। ব্যবহার করার পূর্বে নিশ্চিত হন যে আপনার মেকআপ ব্রাশ টি পরিষ্কার করা হয়েছে। ব্যবহারের পূর্বে আপনার মেকআপ ব্রাশ টি হালকা গরম পানিতে ধুয়ে নিতে পারেন। পুনরায় ব্যবহার করবে এ-ও নিশ্চিত হন যে, ব্রাশ টি ভালোভাবে শুকানো হয়েছে।
আপনার মেকআপ কেনার পূর্বে উৎপাদনের তারিখ এবং মেয়াদ উত্তীর্ণ হওয়ার তারিখ দেখে নিন। মেকআপ বা বিউটি পণ্য এর মেয়াদ শেষ হয়ে গেলে, অথবা এগুলো বেশি শুকিয়ে গেলে ব্যবহার করা থেকে বিরত থাকুন। মেয়াদোত্তীর্ণ তারিখ উপনীত হলে এটি যদি খুব অল্প পরিমানে ব্যাবহার হয় তবুও ফেলে দিন।
অনেক দিনের পুরনো বিউটি প্রোডাক্ট রেখে দেওয়া:
আপনি নিশ্চয়ই আপনার বিউটি প্রোডাক্ট গুলো অনেক দাম দিয়ে কিনেছেন। অনেকের কাছেই একটি লোভনীয় যে পুরনো প্রোডাক্ট গুলো রেখে দিবেন। আরে পণ্যগুলো যদি অনেক দামে কিনে থাকেন তাহলে তো কথাই নেই। মনে রাখবেন পণ্য যত দামি হোক না কেন, মেয়াদ উর্ত্তীণ হয়ে গেলে তা ব্যবহার আপনার ত্বকের জন্য অত্যন্ত ক্ষতিকর। আই শ্যাডো, ব্রাশ, আইলাইনার, মেকআপ এগুলো দু'বছর পর ফেলে দেওয়া উচিত, যদিও তা কম পরিমাণে ব্যবহার করা হয়। কিছু বিউটি প্রোডাক্ট আছে যেগুলো ছয় মাসের বেশি ব্যবহার করা উচিত নয়।
বাইরে যাওয়ার পূর্বে সানস্ক্রিন না ব্যবহার করা:
সূর্যের ক্ষতিকারক রশ্মি এবং পরিবেশের অন্যান্য ক্ষতিকারক উপাদান হতে স্কিন রক্ষা করতে সানস্ক্রিন এর কোন বিকল্প নেই। অনেকেই এই ভুল করে থাকেন যে, গুরুত্ব না দিয়ে সানস্ক্রিন ব্যবহার হতে বিরত থাকেন। এতে হয়ত স্বল্পমেয়াদে তেমন কোনো ক্ষতি হয় না, কিন্তু আস্তে আস্তে আপনার ত্বক ক্ষতিগ্রস্ত হতে পারে সানস্ক্রিনের ব্যবহার ছাড়া। সানস্ক্রিন ব্যবহারের ফলে ত্বকের বিভিন্ন সমস্যা দূর করা যায়, এমনকি এটি ব্যবহার করলে স্কিন ক্যান্সারের ঝুঁকিও কমে যায়।
মেক-আপ রিমুভ না করে ঘুমোতে যাওয়া:
রাতেরবেলা আপনি যতই ক্লান্ত থাকুন না কেন অবশ্যই ঘুমোতে যাওয়ার পূর্বে মেকআপ রিমুভ করতে ভুলবেন না। অনেকেই এই ভুলটি করে থাকেন যে, টায়ার্ড হয়ে বাইরে থেকে ফিরেই ঘুমিয়ে পড়েন। এতে আপনার স্কিন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে কারণ মেকআপ এর কেমিক্যাল এবং উপাদান স্ক্রিনের ছোট ছোট ছিদ্র গুলোকে বন্ধ করে দেয়। তাই মেকআপ রিমুভার না করে আর ঘুমোতে যাওয়া নয়।
মেকআপ ব্যবহারে কিছু সাধারণ ভুল:
মেকআপ প্রোডাক্ট ব্যবহারে অবশ্যই সুনির্দিষ্ট হওয়া উচিত। একেকজনের স্কিন এর ধরন একেকরকম, তাই স্কিন ভেদে মেকআপ এর ব্যবহার এ-ও ভিন্নতা থাকবে। অনেকেই তার আশেপাশের পরিচিত কেউ অথবা বন্ধুদের মেকআপ স্টাইল ফলো করেন। আপনি যাকে ফলো করছেন, তার স্কিন এর ধরন এবং আপনার স্কিনের ধরণ এক নাও হতে পারে। তাই আপনার স্কিনের ধরন বুঝে মেকআপ ব্যবহার করুন।
ভুল ফাউন্ডেশন ব্যবহার করা:
স্কীন কালারের সঙ্গে মানানসই হয় না এমন ফাউন্ডেশন অনেকেই ব্যবহার করেন। এটা আপনার স্কিনের সঙ্গে এডজাস্ট হয়না। তাই আপনার স্কিনের কালার এবং টোন বুঝে সঠিক ফাউন্ডেশন নির্বাচন করুন।
ড্রাই স্কিনে মেকআপ ব্যবহার করা:
অতিরিক্ত ড্রাই স্কিনে মেকআপ ব্যবহার করা আপনার একটি বড় ভুল। আপনার স্কিন প্রথমে ময়েশ্চারাইজ করে নিন। ড্রাই স্কিনে মেকআপ ব্যবহার করলে এটা কিছুক্ষণ পর ফেটে যেতে পারে। আপনি লক্ষ্য করবেন মেকাপের জায়গাগুলো কিছুক্ষণ পর ক্রাকড হয়ে গেছে। তাই আপনার স্কিন যদি অতিরিক্ত শুষ্ক হয় তাহলে মেকআপ ব্যবহার করার পূর্বে অবশ্যই ময়েশ্চারাইজার ব্যবহার করে নিন।
স্কিনে অতিরিক্ত ফাউন্ডেশন ব্যবহার:
অনেক মেয়েরাই তাদের স্কিনে খুব পুরু করে অথবা অনেক বেশি ফাউন্ডেশন ব্যবহার করে থাকেন। খুব বেশি ফাউন্ডেশন ব্যবহার করা আপনার মুখের জন্য ক্ষতিকর। বরং আপনার মুখে ন্যাচারাল ভাব আনার জন্য পাতলা স্তরের ফাউন্ডেশন ব্যবহার করুন।
অতিরিক্ত পাউডারের ব্যবহার:
অনেক মেয়েরাই মনে করেন বেশি পাউডার ব্যবহার করলে ত্বক ফর্সা এবং উজ্জ্বল হয়। কিন্তু অতিরিক্ত পাউডার ব্যবহার করলে আপনার ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে যেতে পারে। তাই শুধুমাত্র প্রয়োজনীয় জায়গাগুলোতেই পাউডার ব্যবহার করুন।
অতিরিক্ত ব্রাশ এর ব্যবহার:
মেকআপ করার সময় অনেকেই অতিরিক্ত ব্রাশের ব্যবহার করে থাকেন। আপনার গালে যদি অনেক বেশি সময় ধরে ব্রাশ ব্যবহার করেন, তা আপনার মুখের স্কিন কে রুক্ষ করতে পারে। ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর জন্য অতিরিক্ত ব্রাশ ব্যবহার থেকে বিরত থাকুন এবং যতটুকু প্রয়োজন ঠিক ততক্ষণ ই ব্যবহার করুন।
মেকাপের সময় সানস্ক্রিন ব্যবহার:
অনেকেই মেকাপের সময় সানস্ক্রিন ব্যবহার করতে ভুলে যান, অথবা ইচ্ছাকৃতভাবেই তা এভোয়েড করেন। এটিও রূপচর্চার সময় একটি বড় ভুল, তাই বাইরে গেলে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করুন।
সঠিকভাবে মেকআপ ব্যবহার আপনাকে আত্মবিশ্বাসী করে তোলে। যে কেউ ভুলে যেতে পারে, অথবা ভুল করতে পারে, কিন্তু অবশ্যই তা কন্টিনিউ করা উচিত নয়। তাই মেকআপ করার পূর্বে এই ভুলগুলো যাতে না হয় তা লক্ষ্য রাখুন। এই টিপসগুলো নিশ্চয়ই আপনার পরবর্তী মেকাপের সময় আরো বেশি আত্মবিশ্বাসী করে তুলবে।
যে ভুলগুলো আপনার সৌন্দর্যকে নষ্ট করে দিচ্ছে, আপনি কি সেই ভুলগুলো করতেই থাকবেন? এর উত্তর - নিশ্চয়ই না । কিছুটা সচেতন হলেই এই ভুলগুলো এড়িয়ে চলা সম্ভব। আমরা হয়তো আমাদের অজান্তেই এই ভুলগুলো করে থাকি। আমাদের সৌন্দর্য রক্ষায় এই ভুলগুলো এড়িয়ে চলা উচিত। আশা করি, সৌন্দর্য চর্চায় যে ভুল গুলো আপনি করছেন তা হতে বিরত থাকবেন। ভাল থাকুন, সুস্থ থাকুন।
Post a Comment