-->

Terms of Use

Fireflyshopping.com এ আপনাকে স্বাগতম। আমাদের ওয়েবসাইট ও ব্লগ ব্যবহার করার আগে অনুগ্রহ করে নিম্নলিখিত শর্তসমূহ ভালোভাবে পড়ে নিন।

১. সাধারণ শর্ত

  • এই ওয়েবসাইট ব্যবহারের মাধ্যমে আপনি আমাদের নির্ধারিত ব্যবহারবিধি মেনে চলতে সম্মত হচ্ছেন।

  • Fireflyshopping.com যেকোনো সময় এই শর্তাবলি পরিবর্তন বা হালনাগাদ করতে পারে। পরিবর্তন হলে তা ওয়েবসাইটে প্রকাশের সাথে সাথেই কার্যকর হবে।

২. কনটেন্ট ও তথ্য

  • ওয়েবসাইটে প্রদর্শিত সকল লেখা, ছবি, ব্লগপোস্ট, ভিডিও ও অন্যান্য কনটেন্ট Fireflyshopping.com-এর অনুমতি ছাড়া কোনো কনটেন্ট কপি, পরিবর্তন, বিক্রি বা পুনঃপ্রকাশ করা যাবে না।

৩. পণ্য ও সেবা

  • ওয়েবসাইটে প্রদর্শিত পণ্যের বিবরণ, মূল্য, স্টক ইত্যাদি পূর্বঘোষণা ছাড়াই পরিবর্তন হতে পারে।

  • অর্ডার কনফার্ম হওয়ার আগে কোনো পণ্য বা অফারের নিশ্চয়তা দেওয়া হয় না।

  • আমরা চেষ্টা করি তথ্য সঠিকভাবে উপস্থাপন করতে, তবে কোনো ভুল, প্রিন্টিং এর ভুল বা টেকনিক্যাল সমস্যার কারণে অসঙ্গতি থাকলে তার জন্য Fireflyshopping.com দায়ী নয়।

৪. ব্যবহারকারীর দায়িত্ব

  • ওয়েবসাইট ব্যবহারের সময় ব্যবহারকারীকে সঠিক তথ্য প্রদান করতে হবে।

  • কারও প্রতি অপমানজনক, আক্রমণাত্মক, অবৈধ বা বিভ্রান্তিকর তথ্য/মন্তব্য পোস্ট করা যাবে না।

  • ওয়েবসাইটে হ্যাকিং, ডেটা চুরি বা অননুমোদিত ব্যবহার আইনত দণ্ডনীয় অপরাধ।

৫. তৃতীয় পক্ষের লিঙ্ক

  • ওয়েবসাইটে অন্য ওয়েবসাইটের লিঙ্ক থাকতে পারে। এসব সাইটের কনটেন্ট বা কার্যক্রমের জন্য Fireflyshopping.com দায়ী নয়।

৬. দায়সীমা (Limitation of Liability)

  • ওয়েবসাইট ব্যবহারের ফলে সৃষ্ট কোনো ক্ষতি, তথ্য হারানো, ব্যবসায়িক লোকসান বা অন্য কোনো সমস্যার জন্য fireflyshopping.com দায়ী থাকবে না।

৭. প্রযোজ্য আইন

  • এই ব্যবহারবিধি বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী পরিচালিত হবে।

৮. যোগাযোগ

যদি এই ব্যবহারবিধি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন